নাজিরপুর সদর পোষ্ট অফিস ও রাস্তাটি র্দীঘদিন ধরে পানিবন্দি থাকার কারণে গ্রাহক ও এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ।
ডাকটিকিট, স্ট্যাম্প, চিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাধে এই পোষ্ট অফিসের গুরুত্ব এখন আর নাই বললেই চলে। তবু এখনো পোষ্ট অফিসে জীবন বীমা, সঞ্চয়পত্রে টাকা জামানত রাখা কিংবা জরুরী কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এই পোষ্ট অফিসের গুরুত্ব অপরিহার্য।
সব কারণে এখনো হাজার হাজার গ্রাহক প্রতিদিন উপজেলা পর্যায়ের পোষ্ট অফিসে আসেন তাদের কাঙ্খিত সেবা পেতে। অথচ এই পোষ্ট অফিসের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পোষ্ট অফিসের রাস্তাটি পানিতে নিমজ্জিত। নোংরা পানি ভর্তি রাস্তা থেকে গ্রাহক অফিসে যাচ্ছেন। এই নোংরা পানির মধ্য থেকে চলাচল করে অফিসিয়াল কাজ-কর্ম চালাচ্ছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা।
এ বিষয়ে এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, সারাদেশে এখন ডেঙ্গু মশার উপদ্রব, অথচ আমাদের এখানে ডেঙ্গু মশার কারখানা খোলা হয়েছে। আমরা এই রাস্তার সামনে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মারাত্মক হুমকির মুখে আছি।
উপজেলা পোষ্ট মাস্টার বিভাষ চন্দ্র পাল বলেন, র্দীঘ এক মাস ধরে পোষ্ট অফিসের রাস্তাটি পানিতে নিমজ্জিত। আমি রাস্তার সমস্যা নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিয়েছি। রাস্তাটির কারণে গ্রাহক এবং কর্মচারীদের অফিস করতে খুবই কষ্ট হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা খুব জরুরী।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাস জানান, পোষ্ট মাষ্টারের দেয়া চিঠি পেয়েছি। দ্রুত রাস্তাটির পানি অপসারণের জন্য আমি এবং উপজেলা প্রকৌশলী চেষ্টা করছি।
বাবু/এ.এস