মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ম্যানার শিখানোর নামে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
মোছা. জান্নাতী বেগম (নজরুল বিশ্ববিদ্যালয়)
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৬ PM আপডেট: ১২.০৯.২০২৩ ৩:৪৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশেপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শিখানোর নামে নবীন শিক্ষার্থীদের উপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র‍্যাগিং। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বারবার সতর্কবাণী সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থামছেনা র‍্যাগিং। 

সোমবার (১১ সেপ্টেম্বর) র‍্যাগিং এর প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। লিখিত অভিযোগে বলা হয় শুভেচ্ছা ক্লাশের পর থেকেই নবীন শিক্ষার্থীদেরকে নিয়মিত র‍্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।

অভিযোগ পত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন এর নাম উল্লেখ করে বলা হয়েছে সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরকেও একই কায়দায় র‍্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বলেছি, বিভাগীয় পর্যায়ে করনীয় বিষয় তারা করবেন আর আমরা ( প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করব।

এদিকে,মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) র‍্যাগিং ইস্যুকে কেন্দ্র করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত তদন্ত কমিটিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী এবং সদস্য হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মুয়ীদ।

উল্লেখ যে, ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই র‍্যাগিং এর বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগটি ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত