পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাসে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আবু সুফিয়ান ফকির (৩৫) নামের এক বাসের হেলপারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। অভিযুক্ত ওই বাসের হেলপার সুফিয়ান জেলার কাউখালী উপজেলার জয়নাল ফকিরের ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাসে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) মঠবাড়িয়া আসছিলেন। পথে রাত হলে বাসের হেলপার ওই স্কুল ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। বাসটি রাত আটটার দিকে মঠবাড়িয়া পৌরসভার সামনে পৌঁছালে বাস চালক আবদুল হান্নান হাওলাদরসহ সকল যাত্রীরা ভ্রাম্যমাণ আদালকে অবহিত করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ৫০৯ ধারার অভিযোগে বাস হেলপারকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাসের হেলপার আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাবু/জেএম