গাজীপুরের শ্রীপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের গাড়ি ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার ১২দিন পর রোববার (১০ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় মামলা রুজু হয়।
ওই ছাত্রলীগ নেতার মা নার্গিস আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় আসামীরা হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে আজিজুর রহমান জন (৩২), ইমরান হাসান ডন (৩৫), একই এলাকার আব্দুল মালেকের ছেলে শিপন মিয়া (৩২), মফিজ উদ্দিন বেপারীর ছেলে মইনুল বেপারী (২৩), মাওনা উত্তরপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আলামিন শেখ (২৪), তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এমসি বাজার) গ্রামের টিপু সুলতানের ছেলে সঞ্চয় সুলতান (২৩), মাওনা মধ্যপাড়া গ্রামের ইসমাইলের ছেলে ইমরান (২৫), শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকার হৃদয় ড্রাইভার (২৮), নয়নপুর (নয়াপাড়া) গ্রামের ফারুক হোসেন নিলয় (২৬), মাওনা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব (২৫), জৈনা বাজার এলাকার রুহুল ঢালী (২৫) এবং শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কড়ইতলা) এলাকার রুবেল মিয়াসহ (২৮) অজ্ঞাত ১২ জন।
মামলা বাদীর ওই ছাত্রলীগ নেতার মা নার্গিস আক্তার এজাহারে উল্লেক করেন, ০১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য মাওনা বাজারে ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় রাত সাড়ে ১০টায় আসামিরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের ব্যবহৃত টয়োটা গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৬-২২১৪) লোহার রড, ধারালো দা, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে গাড়ীতে হামলা করে ভাঙচুর করে।
এসময় তারা গাড়ীর বাম পাশের ডালার লক ভেঙ্গে ভিতরে থাকা ব্যাগ থেকে নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। গাড়ী ভাঙচুরের শব্দ পেয়ে ছাত্রলীগ কার্যালয় থেকে বের হয়ে নাছির মোড়ল ও গাড়ীর চালক ঘটনাস্থলে গেলে আসামিরা তাকে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনায় পরদিন থানায় অভিযোগ দিলেও পুলিশ ১০দিন পর অভিযোগটি মামলা হিসেবে রুজু করে। এ ঘটনায় আজিজুর রহমান জনের দায়েরকৃত মামলায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল আদালত থেকে জামিন নেন।
মামলার প্রধান আসামি আজিজুর রহমান জনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, হামলা-ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছিল। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
বাবু/জেএম