চাঁদপুরের হাজীগঞ্জে ৮’শ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা শাহিন ও তার সহযোগী আজাদ গাজীকে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক বাজার থেকে তাদেরকে আটক করে এসআই মিসবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার দুপরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক জাকির হোসেন শাহিন সদর ইউনিয়নের উচ্চাঙ্গাঁ মুন্সিবাড়ীর নুরুল আমিনের ছেলে। শাহিন স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তার সহযোগী আজাদ গাজী চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে। আটককৃতদের কাছ থেকে ৮’শ ইয়াবা, ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও ২টি মোবাইল জব্দ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আ. রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
বাবু/জেএম