বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঝিটকা পেঁয়াজ হাটে ভোক্তার অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১১ PM
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হরিরামপুর উপজেলার ঝিটকা পেঁয়াজ হাটে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   

সূত্র জানায়, ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তা পর্যায়ে  বিক্রয় নিশ্চিত করতে জেলা প্রশাসক রেহেনা আকতার’র নির্দেশনায় আজ সকাল ১০টায় ঝিটকা পেঁয়াজের হাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উৎপাদনকারী কৃষক, আড়তদার এবং খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ ক্রয় -বিক্রয়ের অনুরোধসহ সকল পর্যায়ের ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়। 

ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় করার অপরাধে দুইজন ব্যাবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সতর্ক করা হয়েছে বেশ কিছু ব্যবসায়ীকে। অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মোহাম্মদ  সোহেল, ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম শামসুন্নবী তুলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আতোয়ার রহমান, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাজার কমিটির নের্তৃবৃন্দসহ হরিরামপুর থানা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত