মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুদক কর্মকর্তা গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০২ PM

চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ। গ্রেফতার কামরুল হুদা দুদকের কুমিল্লা শাখায় এএসআই হিসেবে কর্মরত। তার বাড়ি বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা শনিবার রাতে বাংলাদেশ বুলেটিনকে বলেন, পরিমল ধর নামের এক গয়না ব্যবসায়ী বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" তবে অন্য একটি সূত্র জানিয়েছে কামরুল হুদাকে আটকের পর চট্টগ্রাম দুদকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা থানায় আসেন৷ অভিযোগকারীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রাতেই মামলা মূলে কামরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়।

একাধিক সূত্র জানায়, কিছুদিন আগের চট্টগ্রাম নগরের গয়না ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তাঁর (পরিমল ধর) বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি নিষ্পত্তি করতে ২০ লাখ টাকা লাগবে। সেই আলাপের সূত্র ধরে শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে নগরের একটি রেস্তোরাঁয় যান পরিমল ধর। তবে তার আগেই বিষয়টি পরিমল পুলিশকে জানিয়ে রাখেন। পরিমল ধর দেখা করতে যাওয়ার পর থানার পুলিশ সেখানে গিয়ে কামরুলকে গ্রেপ্তার করে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত