সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তির দাবি ফখরুলের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৮ PM আপডেট: ২৪.০৯.২০২৩ ৮:৩০ PM

৪৮ ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দিলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে।

শনিবার বিকেলে (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয় তাহলে শুধু বিএনপির নয় সারাদেশের ক্ষতি হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে এ দেশের জনগণের ওপর সংবিধান চাপিয়ে দিয়েছে৷ বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি এ সরকার আবার ক্ষমতায় আসে।

মির্জা ফখরুল বলেন, ভিসানীতি স্বাধীন দেশের জন্য অপমানজনক। এর জন্য সরকার দায়ী। এখনও শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণ থাকবো।

বিএনপি মহাসচিব বলেন, মার্কিন স্যাংশন নয়, এই দেশের মানুষ সরকারকে স্যাংশন দিবে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত