বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সড়কের উচ্ছেদে সার্বিক সহযোগিতা করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৮ AM
গাজীপুর সড়ক বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তি বিধিবিধান অনুসারে উচ্ছেদ করলে কোন কিছুতেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না। গাজীপুর ১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক বছর যাবত, নাওজোড় এলাকার স্থানীয় দখলদাররা গাজীপুর সড়ক বিভাগের এ জমি দখলে রেখেছে। প্রশাসনিকভাবে যেহেতু জমি উচ্ছেদের ব্যবস্থা হচ্ছে সেহেতু, স্থানীয়ভাবে উচ্ছেদের সার্বিক সহযোগিতা থাকবে। এই জমিটা এর আগেও উচ্ছেদ হয়েছে। সে সময়ও প্রশাসনকে স্থানীয় আওয়ামী লীগ সহযোগিতা করেছে। ঠিক তেমনি এবারও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রশাসনকে সহযোগিতা করবে সরকারের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে।

সরেজমিনে দেখা যায়, গাজীপুর সড়ক বিভাগের নাওজোর মৌজায়  ৩৭৫ শতাংশ জমি স্থানীয় দখলদাররা দখলে রেখেছে। তার মধ্যে মূলহোতা, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ও মুক্তিযোদ্ধা বিরোধী সংগঠন পিস কমিটির সদস্য শরীয়ত উল্লাহ মুন্সির নাতি আব্দুল হামিদ এবং জামায়াত ইসলামের সক্রিয় নেতা আবুল মুন্সী।

আরো জানা যায়, বিভিন্ন সময় কালক্ষেপণ ও নানান ধরনের মামলা করার কারণে সড়ক বিভাগ জমিটি উচ্ছেদ করতে পারেননি। এ জমি উচ্ছেদের ব্যাপারে যারাই সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে নানান কৌশল অবলম্বন করেছে। এ জমি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মারধর, মিথ্যা মামলাতে হয়রানি করারও অভিযোগ পাওয়া যায়।

তাছাড়াও গাজীপুর মহানগর এলাকার স্থানীয় আওয়ামী লীগের সাথে কথা বললে তারা সরকারের স্বার্থ উদ্ধারের জন্য প্রশাসনকে সফলভাবে সহযোগিতা করতে প্রস্তুত বলে আশ্বাস দেন।  

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত