রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১২ PM
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে বিভিন্ন ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বালিয়াকান্দি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আনন্দ বেকারির পরিচালক মো. সাইদ ইমাম ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৪ হাজার, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ আইন ২০১৪ এর ৭ ধারায় মা রেস্টুরেন্টে এন্ড মিষ্টান্ন ভান্ডারের পরিচালক মো. সোলেমান শেখকে ৫ হাজার, কাঁচা মাল ব্যবসায়ী সুজিত সাহাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০০ টাকা ও হাফিজুর রহমানকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় ২হাজারসহ সর্বমোট ১১ হাজার ২শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানে শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত