শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ফাইয়াজুল হক রাজুর উদ্যোগে ব্যতিক্রমীভাবে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৪ PM আপডেট: ২৯.০৯.২০২৩ ১১:০৫ PM
বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে শের-ই-বাংলার নাতি ফাইয়াজুল হক রাজুর একক উদ্যোগে ব্যতিক্রমীভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়েছে।

বানারীপাড়া ফেরিঘাট থেকে ৭৭টি ট্রলার নিয়ে সন্ধ্যা নদীতে নৌর‌্যালি শুরু হয়ে নদীর উত্তর প্রান্তে উজিরপুর ও দক্ষিণ প্রান্তে স্বরূপকাঠি উপজেলার সীমান্ত পর্যন্ত গিয়ে পুনরায় ফেরিঘাটে এসে শেষ হয়।

নৌ-র‌্যালিতে সংসদ সদস্য মো. শাহে আলম, শের-ই- বাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজু, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ পৌর ও উপজেলার ৮ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর (মন্ত্রী) ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে এ হাজার হাজার নেতাকর্মীরা এ প্রোগামে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ নৌর‌্যালি উপভোগ করতে নদীর দুই তীরে শত শত মানুষ উপস্থিত হন।

নৌর‌্যালি শেষে দলীয় কার্যালয়ে ৭৭ পাউন্ডের কেক কাটা ও ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ সপরিবারে শাহাদতবরণকারীদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী এ উদযাপন সম্পর্কে শের-ই-বাংলার নাতি ফাইয়াজুল হক রাজু বলেন, সামনে নির্বাচন,  তাই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টির জন্য এ আয়োজন করেছি। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা তৃণমূলে তুলে ধরতে পেরেছি এ আয়োজনের মাধ্যমে। এর সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে আমার এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রসঙ্গত, শের-ই-বাংলার নাতি ও আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজু দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ বর্ণাঢ্য নৌ-র‌্যালির আইডিয়া ও স্পন্সর করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত