শনিবার ২৮ জুন ২০২৫ ১৪ আষাঢ় ১৪৩২
শনিবার ২৮ জুন ২০২৫
সীতাকুণ্ডে বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৩:৪০ PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা হাইওয়ে পুলিশ স্টারলাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ফেনী থেকে ছেড়ে আসা মিরসরায়ের কমর আলী রাস্তার মাথায় মহাসড়কে চট্টগ্রামগামী লেনে বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। দুই মাদক ব্যবসায়ীর কাছে থাকা স্কুল ব্যাগের ভেতরে রাখা ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মৃত মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ সাদ্দাম (৩২) ও একই এলাকার মমতাজুল হকের ছেলে আব্দুল আহাদ প্রকাশ রিয়াজ (২৫)।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমর আলী রাস্তার মাথায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে স্টারলাইন বাসে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাসের যাত্রী দেলোয়ার হোসেন ও আব্দুল আহাদ এর ব্যাগ তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মুল্য এক লক্ষ ষাট হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত