শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কবি নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মোছা. জান্নাতী বেগম (নজরুল বিশ্ববিদ্যালয়)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮:৩৭ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ২০২৩-২৪ কার্য বছরের আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ অক্টোবর (বুধবার) মোট ৪০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। টানা ৬ষ্ঠ বারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

হাল্ট প্রাইজের ২০২৩-২০২৪ সালের ক্যাম্পাস ডিরেক্টর অ্যান্ড চিফ অর্গানাইজার হিসেবে মুহাম্মদ মুস্তাকিম  ও ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে বেলাল হোসেন শাওন নিযুক্ত হয়েছেন। এ ছাড়াও ডেপুটি অর্গানাইজার আফনান আক্তার রিমি এবং চিফ অফ স্টাফ নিযুক্ত হনচলাইন রাখাইন মিক্কি। প্রতিবছর ১২১টি দেশের ২ হাজারেরও অধিক ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং এবারও তা অনুষ্ঠিত হবে। 

হাল্ট প্রাইজ এমন একটা ফাউন্ডেশন যা বৈশ্বিক পরিবর্তনের লক্ষ্যে তরুণদের নেতৃত্বদানের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রত্যেক বছর সেপ্টেম্বর এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়। এবছর শিক্ষার্থীরা তাদের যেকোন আইডিয়া যা বৈশ্বিক পরিবর্তনে সহায়তা করে তার উপর কাজ করতে পারে।

হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর মুহাম্মদ মুস্তাকিম বলেন, ‘হাল্টহ পাইজ একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন। যেখানে ৯০০টি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কম্পিটিশন অংশগ্রহণ করে নিজেদের চিন্তা গুলো তুলে ধরার সুযোগ পাচ্ছে। সাথে এত বড় কমিউনিটি সাথে যুক্ত হতে পারছে।  এছাড়াও যদি গ্লোবাল ফাইনাল যেতে পারে ১০ কোটি টাকা জেতার সুযোগ তো থাকছে। আমি সকল শিক্ষার্থীদের আহ্বান জানাবো এই কম্পিটিশন এ অংশগ্রহণ করতে এবং নিজেদের চিন্তা গুলো তুলে ধরতে পরিবেশ ও বিশ্ব পরিবর্তন এ সহায়তা করতে।’

উল্লেখ্য, ২০১০ সাল থেকে হাল্ট প্রাইজের সূচনা হয়। যেকোনো একটি বৈশ্বিক সমস্যা (শিক্ষা, খাদ্য, জ্বালানি, চিকিৎসা, পরিবেশ) বাছাই করা হয় এবং তা সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত