বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ইসরায়েলে হামাসের অভিযান: নিহত ৬, আহত ২০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৩:০৭ PM

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে হামাস যোদ্ধাদের হামলায় ছয়জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০০।

ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে, হামাসের হামলার জবাবে ইসরায়েলও গাজায় আক্রমণ চালানোর কথা জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন।

তিনি বলেন, শনিবার সকালে ইসরায়েলে পাঁচ হাজারের বেশি রকেট নিক্ষেপের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ বা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু হয়েছে। ইসরায়েলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরায়েলে অভ্যন্তরে মাত্র ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজারের বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

হামাসের জানিয়েছে, “আমরা দখলদারদের (ইসরায়েল) সমস্ত অপরাধ এখানেই সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছি। তাদের জবাবদিহি না করে তাণ্ডব চালানোর সময় শেষ হয়।”

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং ইতোমধ্যে গাজা উপত্যকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে। হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য ভারী মূল্য দিতে হবে।

তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি জানায়, দখলকৃত পশ্চিম তীরের শহর হুওয়ারাতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে একজন ফিলিস্তিনি নিহত হয়, পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ইহুদি বসতি স্থাপনকারীরা নতুন করে সহিংসতা ছড়ালে আহত আরো নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার খবর ছড়িয়ে পড়লে গাজা থেকে প্রতিরোধ যুদ্ধের ডাক দেয় হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ এক বিবৃতিতে বলেন, আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ (অভিযান আল-আকসা বন্যা) ঘোষণা করছি । শত্রুর অবস্থান, বিমানবন্দর এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে আমরা প্রথমেই আঘাত করার ঘোষণা করছি। এই পর্যন্ত গোলা ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইসরায়েল   হামাস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত