শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ইসরায়েলে হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে দুর্বল হয়ে পড়েছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১২:৫৪ PM

হামাস সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুত না থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তিনি প্রস্তুত ছিলেন না। তিনি প্রস্তুত ছিলেন না এবং ইসরায়েলও প্রস্তুত ছিল না। তবে আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা হতো না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি শক্তি দিয়ে শান্তি বজায় রেখেছিলাম। আর এখন আমরা দুর্বল। ইসরায়েলে হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে দুর্বল হয়ে পড়েছে।’ সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এ হামলার কারণে নেতানিয়াহু ‘খুব কষ্ট পেয়েছেন’। ইসরায়েল এই হামলায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার আছে।

গত শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে দুই সহস্রাধিক মানুষ।

সূত্র : রয়টার্স।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত