শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
‘ভোটাররা স্বচ্ছভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অনুষ্ঠানে সফলতা আসবে’
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১২:১৭ PM আপডেট: ১৪.১০.২০২৩ ১:৪৯ PM

ভোটাররা স্বচ্ছভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অনুষ্ঠানে সফলতা আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার দলীয় মনোভাবের উর্ধ্বে থেকে জনগণের আস্থা অর্জনে কাজ করতে জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার পর ঘুম হারাম হয়ে যাবে। যেহেতু আপনাদের ও আমাদের ওপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। কাজেই অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তিনি বলেন, সিইসি হিসেবে অনুরোধ থাকবে অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচনটা ফেয়ার হয়েছে এটা জনগণকে দেখাতে হবে। জনগণকে দেখাতে হবে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। পুলিশ এবং নির্বাহী প্রশাসনের ভূমিকা ও গুরুত্ব  নির্বাচনে অপরিসীম।

সিইসি বলেন, এতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া আমি কেবল ভাগ্যের কথা বলবো না, আপনাদের গুণের ব্যাপার। আপনারা কোয়ালিফাই করে এই দায়িত্ব পেয়েছেন। এটা অহংকার করার বিষয় নয়, সন্তুষ্টি প্রকাশ করার বিষয়। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজন করা কঠিন কর্মযজ্ঞ। খুব সহজ নয়। চাইলাম আর হয়ে গেল এরকম নয়। আপনারা যারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং আপনাদের সহকর্মীদের উদয়াস্ত পরিশ্রম করতে হবে।

সিইসি বলেন, আমরা প্রায় ১২শ নির্বাচন আমরা করেছি। সেখানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি এতে সত্যিই কৃতজ্ঞ। দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের, সরকারের কর্মচারী হিসেবে দলীয় চিন্তা-ভাবনার ঊর্ধ্ব থেকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে। কোনো অনিয়ম, সহিংসতা হবে না শান্তিপূর্ণ নির্বাচন হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো.আলমগীর ও মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত