ঢাকার ধামরাইয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা সামনে রেখে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। নির্ধারিত সময় অনুযায়ী আগামী (২০ অক্টোবর) শুরু হবে পূজা। ধামরাই উপজেলার ১৬ ইউনিয়ন পৌরসভায় ২২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।
প্রতিমা শিল্পী বাসুদেব পাল জানান, প্রতিবছর রথের পরপরই দুর্গা গড়ার কাজ শুরু হয়। এ বছর কাজের চাপ অনেক বেশি, শুনেছি ধামরাই উপজেলায় এবার সবচেয়ে বেশি মন্ডপ হচ্ছে।
ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন বাংলাদেশ বুলেটিনকে জানান, বাংলাদেশের উপজেলা মধ্যে ধামরাই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মন্দিরে এ পূজার আয়োজন সব চেয়ে বেশী। পৌর মন্দিরে ৪৪ টি পূজার আয়োজন বাকি সব পূজা উপজেলার ১৬ টি ইউনিয়নে বিভিন্ন এলাকায়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশ) নির্মল কুমার দাস জানান, প্রতি বছরের মত এবারো শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এই পূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনী সকল ব্যবস্থা গ্রহন করা হবে। পূজায় সরকারী অনুদান আসা মাত্রই সকল পূজারীবৃন্দদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।
বাবু/এ.এস