ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আজ সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখা উদ্যোগে, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক পতাকা উত্তোলন ও জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল হাসান আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।