টাঙ্গাইলের ভূঞাপুরে "দৈনিক মানবকণ্ঠ" পত্রিকার ১১ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে "দৈনিক মানবকণ্ঠ" পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম তালুকদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংবাদিক সোহেল তালুকদার, অভিজিত ঘোষ, ইব্রাহীম ভূঁইয়া, আল আমিন শোভন, আব্দুর রশিদ শেখ, ছানোয়ার হোসেন, আসাদুল খান, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মো. নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মো. আব্দুর রহিম মিয়া, রফিকুল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মিজানুর রহমান।
বাবু/এ.এস