শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
সাভারে ‘ডেকে নিয়ে’ তিনজনকে গুলি
সাভার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:০৯ PM
ঢাকার আশুলিয়ায় কেবল টিভি ব্যবসার দ্বন্দ্ব সমাধানের কথা বলে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের এক নেতা এবং তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকায় এ ঘটনায় গুলিবিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি বলেছেন, গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহতরা হলেন- আশুলিয়ার কাঠগড়া এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৪৭), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৭) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৫)। তাদের দুজনের কোমরে এবং একজনের পায়ে গুলি লেগেছে। তারা আশুলিয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগে বিভিন্ন পদে আছেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হলেন- তানজিল আহমেদ অশ্রু, সালমান, মাসুম খান ও আবু বক্কর সিদ্দিক। তারা সবাই আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে মাসুম খান আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

আহত মানিক সরকার বলেন, “আমরা ১০ বছর ধরে এলাকায় ডিশের ব্যবসা করি। কিন্তু সম্প্রতি অশ্রু এবং তার লোকজন আমাদের লাইন কেটে তাদের সংযোগ দিয়ে ব্যবসা দখলে নিতে চাচ্ছে। বিষয়টি নিয়ে অশ্রুর সাথে মোবাইলে কথা হলে তারা কাঠগড়া বাজারে তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে।

“পরে আমরা আমাদের কয়েকজন মুরুব্বী নিয়ে অশ্রুর অফিসে যাই। সেখানে কথা কাটাকাটি হয়। এসময় মাসুম, অশ্রু, সালমান ও বক্কর অতর্কিত হামলা করে। আচমকা গুলি চালালে আমরা তিনজন আহত হই।”

আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, “মানিক সরকার, শরিফ সরকার ও সাইদুর রহমান আমাদের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন৷ তবে গুলির ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।”

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুম খান বলেন, “ওদের ডিশের লাইনের পাশ দিয়ে আমাদের একটা লাইন গেছিল। এ নিয়ে ওরাই লোকজন নিয়ে এসে গ্যাঞ্জাম করেছে। তবে ঘটনার সময় আমি ওখানে ছিলাম না।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত