বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি দেওয়ার নাম করে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নন্দীগ্রামের নিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমানে বিরুদ্ধে।
নন্দীগ্রাম থানা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সিধইল গ্রামের লুৎফর রহমান ভুট্টোর নিকট থেকে নন্দীগ্রাম উপজেলায় যেকোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেওন কাম নৈশ প্রহরীর চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে তার নিকট থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমান।
ভুক্তভোগী ভুট্টো এই প্রতিনিধিকে জানান, আমি গহনা বন্ধক রেখে অনেক কষ্ট করে ওবাইদুর রহমানকে দুই লক্ষ টাকা দিয়েছি। তিনি আরো বলেন, তাকে বারবার বলার পরেও দীর্ঘদিন হলে তিনি আমাকে ঘুরিয়ে হয়রানি করছে, আমার কষ্টে যোগার করা টাকাও ফেরত দিচ্ছেনা চাকুরিও দিচ্ছেনা। নিরুপায় হয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছি। এবিষয়ে নিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্কুলের রেজিস্ট্রেশন করে দেওয়ার নাম করে আমি তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিলাম,এর ভিতর ৫০হাজার টাকা তাকে ফেরত দিয়েছি।
অপরদিকে নন্দীগ্রাম থানার এএসআই আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি জানান,ভুক্তভোগী ভুট্টোর থানায় অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ পেয়ে আমাকে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষকে নোটিশ করা হয়েছে শুনানী অন্তে ব্যবস্থা গ্রহণ করা হবে।