শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৬:৪০ PM
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে নীলক্ষেত অবরোধ করেন তারা। এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছিলেন। আজ হঠাৎ নীলক্ষেতে এসে অবরোধ করেন।

অবরোধের কারণে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আন্দোলনকারী ফাতেমা আক্তার সাথী বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এর আগে রাজু ভাস্কর্যের সামনে অনশন করেছিলাম। এখন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। পথে আমাদের নীলক্ষেত মোড়ে পুলিশ আটকে দিয়েছে। তাই নীলক্ষেত মোড়েই অবস্থান নিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত