মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
জিয়াউর রহমান ১৫ আগস্টের আসল খুনি: ওবায়দুল কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ২:২৪ PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জিয়াউর রহমান ১৫ আগস্টের আসল খুনি। জেল হত্যার আসল খুনি।’

আজ শনিবার চট্টগ্রামস্থ আনোয়ারা কেইপিজেড মাঠে আয়োজিত সুধী সমাবেশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা না মানলে তো খেলায় জিতবেন না। শৃঙ্খলা মানতে হবে। জিততে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এখন আমরা অবতীর্ণ। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে। কারণ বিজয়কে আজও আমরা সংহত করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমাদের বিজয় সুসংহত করতে হবে। বঙ্গবন্ধু বিজয় দিয়ে গেছেন, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করে যে শক্তি আমাদের বিজয়ের মুকুট ছিনতাই করে নিয়ে গেছে, যেই শক্তি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শিশু রাসেল, শেখ কামাল, শেখ জামাল, অবলা নারীকে হত্যা করেছে,ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমান এই হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। জিয়াউর রহমান ১৫ আগস্টের আসল খুনি। জেল হত্যার আসল খুনি।’

সেতুমন্ত্রী বলেন, ‘আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার দিয়েছেন। একটা হচ্ছে বঙ্গবন্ধু। তাকে আল্লাহপাক সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য। আরেকটা সম্পদ এদেশের মানুষের মুক্তির জন্য, আরেকটা উত্তরাধিকার সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ওবায়দুল কাদের  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত