শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর বর্বর হালার প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। এতে একাত্মতা পোষণ করে অংশ নেন ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, নিউজ চ্যানেল জার্ণালিস্ট এসোসিয়েশন, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্ণালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, এমইউজে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএফইউজের কার্যনির্বাহী সদস্য আবু সালেহ মো. মূসা, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্ণালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ, ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি নিয়ামুল কবির সজল, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাছরাঙা টিভির শরিফুজ্জামান টিটু, চ্যানেল ২৪ ব্যুরো প্রধান ও এমইউজের সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কনিক, সময় টিভি ব্যুরো প্রধান সাদেকুর রহমান প্রমুখ। এতে বিভিন্ন গণমাধমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। সেই সাথে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।