কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা- ভাংচুরের ঘটনা ঘটেছে। বিএনপি ডাকা হরতালে পিকেটাররা রোববার (২৯ অক্টোবর) সোয়া ৭টার দিকে শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটায়।
জানা গেছে, বিএনপির ডাকা দেশব্যাপী আহুত হরতালের সমর্থনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব এর নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং করছিলো। এসময় তারা জেলার ইটনা উপজেলার ইউএনও আবু রিয়াদের সরকারি গাড়ি আটকিয়ে ভাংচুর করে চাবি কেড়ে নেয়। ইউএনও আবু রিয়াদের ড্রাইভার তাকে তার অফিসের উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বালিখোলা নৌ-ঘাটে নামিয়ে দিয়ে পুনরায় গাড়ি নিয়ে কিশোরগঞ্জ শহরে ফেরত আসাকালীন চরশোলাকিয়া এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংকালে পিকেটারেরা গাড়িটি ভাংচুর করেন। এসময় গাড়িতে শুধু ড্রাইভার ছাড়া আর কেউ ছিলোনা, তবে পিকেটারেরা ড্রাইভার কে মারধর না করে গাড়ির সামনে, পিছনে ও পাশের গ্লাস ভাংচুর করে চাবি কেড়ে নিয়ে চলে যায়। উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, শনিবার শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রী যাপন করি। রবিবার সকালে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সামনে গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।