উত্তর সাজুরিয়া (চৌদ্দমেদা) মন্দির আঙ্গিনায় শনিবার বিকেলে প্রবীন ব্যক্তিত্ব কৃষ্ণকান্ত হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আলমগীর মোল্লা, চেঙ্গুটিয়া কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, সহকারী প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ জয়ধর, সহকারী শিক্ষক শিরিন সুলতানা।
সুরঞ্জন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কহোনা হাসান (বুয়েটিয়ান), অর্থী জয়ধর সহ অন্যান্যরা। শেষে মেধাবী ১০ জন শিক্ষার্থীদের ক্রেষ্ট, ২৬ জন শিক্ষার্থীকে বই ও ১৭০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।