শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
পাইকগাছায় জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৩:৪৬ PM
খুলনার পাইকগাছায় জামায়াত-বিএনপি’র ৪ নেতাকর্মীকে আটক ও পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় থানা পুলিশের দুই কনেস্টবল আহত হয়েছে। এ ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে দুর্বৃত্তরা থানার টহলরত পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় থানা পুলিশের আব্দুর রহমান ও ঝন্টু দাশ নামে দুই কনেস্টবল আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১শ/দেড়শ আসামী করে থানায় মামলা করে। 

পুলিশ এ পর্যন্ত এ মামলায় জামায়াত বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, জিয়াউদ্দীন নায়েব, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইবাদুল হক ও নাজির সরদার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত