গাজীপুরের শ্রীপুরে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন,রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম ।
আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আতিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল খান, সমবায় কর্মকর্তা উৎপল সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাহাতুল ইসলাম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম কম আনিসুল হক, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,বরমী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সংবাদকর্মী কবির সরকার, আনিসুর রহমান শামীম, আলফাজ সরকার, সাদেক মিয়া প্রমুখ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করলেও মাদক ও বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।