সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
বাগাতিপাড়ায় অবহতিকরণ-বাস্তবায়ন বিষয়ে সেমিনার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৪:০৪ PM
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার’র সভাপতিত্বে ,“ক্যাব” সদস্য সাংস্কৃতিক  ব্যক্তিত্ব আরশাদ আলীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী,পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন,সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ,বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, জেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যপক ইউনূস আলী, উপজেলা আ’লীগ সভাপতি নুরূল ইসলাম ঠান্ডু,বাগাতিপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সেক্রেটারী মজিবর রহমান,পাঁকা ইউপি চেয়ারম্যান (ভারঃ) হেলাল উদ্দিন, ফাগুয়ারদিয়াড় ইউপি চেয়ারম্যান এস এ লেলিন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আরিফুল ইসলাম তপু, উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখা সেক্রেটারী সোহেল রানা তুহিন প্রমুখ।

সেমিনারে বক্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ দন্ডে বিধান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।

উক্ত অনুষ্ঠিত সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী সূধীজন উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত