রাজধানীতে সরকারী দায়িত্ব পালনকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ এর পরিবারের পাশে এমপি মমতাজ বেগম।
আজ সোমবার বিকেল ৬ ঘটিকায় দৌলতপুর থানা আওয়ামী লীগের পার্টি অফিসে নিহত আমিরুল ইসলাম পারভেজ এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি মমতাজ বেগম। এ সময় তিনি পারভেজের একমাত্র কন্যা তানহাকে লেখাপড়াসহ তার পরিবারের সদস্যর সকলকেই সকল কাজে সহযোগিতা করবেন। এছাড়া অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
নিহত পারভেজের পরিবারের কে সান্তনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মোঃ শওকত আলী, বাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিনুর ইসলাম, থানা যুবলীগের আহ্বায়ক ক হুমায়ুন কোভিদ শাওন, জিয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আতোয়ার রহমান, শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় নিহত পারভেজের বৃদ্ধ বাবা বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মোল্লা কান্নায় ভেঙ্গে পড়ে। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসছিল। তিনি বলেন, দুই দিন আগে তার মাকে ফোন করে কথা বলছিল পারভেজ।
পারভেজ ছিলেন তিন ভাই-বোনের মধ্যে ছিলেন মেঝ এবং সংসারে একমাত্র উপার্জনক্ষম।
পরিবারের সাথে কথা বলার সময় এমপি মমতাজ বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার মত ভাষা আমার নাই। আপনাদের পাশে এমপি মমতাজ সারা জীবন পাশে থাকবে আপনাদের সকল সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন। যারা পারভেজ কে হত্যা করেছে এর বিচার একদিন হবে। মানুষ হত্যা করে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে আপনার কেউ ভোট দিবেন না। তাই আমি এই পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলছি যারা পারভেজকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার হবে বাংলার মাটিতে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।