শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মধুপুরে প্রতিবাদ সভা
মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১২:২৩ PM
রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন । প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন  প্রেসক্লাবের  সহসভাপতি ভোরের কাগজের প্রতিনিধি অধ্যাপক আব্দুল আজিজ, আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সাবেক সহ- সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তাগণ পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । জাতীয় প্রেসক্লাবের  স্থায়ী সদস্য পুলিশের গুলির আঘাতে আহত হয়ে পরে হাসপাতালে নিহত সাংবাদিক রফিকুল ইসলাম ভূঁইয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও পরিবারের  প্রতি সমবেদনা জানানো হয়।

ফিলিস্তিনে ইসরাইলী হামলার নিন্দা এবং  বর্বর হামলায় আক্রান্ত ফিলিস্তিনীদের মুক্তি কামণাও করা হয় মোনাজাতে। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (মানবজমিন), কার্যকরি সদস্য লিটন সরকার (সকালের সময়) , সদস্য আলকামা শিকদার (বাংলাদেশ বুলেটিন) ছাড়াও  গণমাধ্যমকর্মি কলেজ শিক্ষক নাজিবুল বাশার, লিয়াকত আলী এ সময় উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত