বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বরিশালে নেই অবরোধের প্রভাব
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৫:১২ PM
বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সকাল থেকে বরিশালে লঞ্চ-বাস চলাচল করছে। তবে এসব যানে যাত্রী সংখ্যা ছিল কম।

মঙ্গলবার (৩১ অক্টোবর)বেলা ১১টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া অবরোধের আগের রাতে ঢাকায় পুলিশের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগসহ বিভিন্ন মামলায় বরিশাল নগরী থেকে ৯ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাস শ্রমিক নেতা সেলিম বলেন, নিয়মানুযায়ী বাস চললেও যাত্রী কম। যান চলাচলে কোনো বাধা নেই। বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে। 

এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়মঅনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে জানান তিনি।

এদিকে অন্যান্য দিনের মতোই নগরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সাগরদী বাজার, বাংলা বাজার, নতুন বাজার, বটতলা ও চৌমাথা বাজার কেন্দ্রীক সড়কে যানজট দেখা দিয়েছে। যথা নিয়মে দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা, অফিস-আদালতের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি নগরজুড়ে টহল অব্যাহত রয়েছে। আর কাউকে সন্দেহ হলে তল্লাশিও করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাফিছুর রহমান।

এদিকে সড়ক-মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব-৮ এর সদস্যরা। সেই সঙ্গে নগরে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে। এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত