বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শ্রীপুরে ওষুধের দোকানে হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১২:৫৬ PM
চাঁদা দিতে অস্বীকার করায় গাজীপুরের শ্রীপুরে এক ওষুধ ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর হাসপাতাল সড়কের আদর্শ সেবা নামের ওষুধের দোকানে ওই হামলা চালানো হয়। এদিকে হামলা ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে উঠেছে।

এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আবুল কালামের ছেলে ফারুক আহম্মেদ কমপক্ষে ১২ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হল হোমিও চিকিতসক আইয়ুব আলীর ছেলে ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. সাইফ হাসান, তাজিম, নয়ন, স্বপন, তুষার, পল্লব, হিমেল, ফয়সাল, সবুজ, মুন্না, বঁধন ও নাবিদসহ কমপক্ষে ১৫ জন।

প্রত্যক্ষদর্শী এবং অভিযোগে জানা গেছে, ফারুক ও তার ভাইয়ের সাথে সাইফ হাসানের নানা বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছে। ফারুকের ব্যবসা পরিচালনার জন্য তার কাছে সাইফ হাসান একাধিকবার ২ লাখ টাকা চাঁদাও দাবী করে। তা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ৩০ অক্টোবর সোমবার ব্যবসায়ীর ওষুধের দোকানে হামলা করে। এসময় হামলাকারীরা দোকানের ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে ব্যবসায়ী ফারুক আহম্মেদকে এলোপাতাড়ি মারধোর করে দ্রত গতিতে স্থান ত্যাগ করে।

অভিযুক্ত সাইফ হাসান সাংবাদিকদের জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না, ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, দুটি পক্ষের কাছ থেকেই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত