চট্টগ্রামে বিএনপি'র ডাকা হরতাল ও দেশব্যাপি অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নগর আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান নাহিদের নেতৃত্বে বিশাল বাইক র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য বাইক র্যালী শেষে আয়োজিত প্রতিবাদ সভায় দেয়া ভাষণে খলিলুর রহমান নাহিদ বলেন, “গত ১৫ বছরে জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সহ সারাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন সেই উন্নয়নকে কোন অপশক্তি বানচাল করতে চাইলে বীর চট্টলার ছাত্র, তরুণ-যুব সমাজ তাদের রুখতে সদা প্রস্তুত। বিএনপি'র কর্মসূচির সাথে জামায়াত-শিবিরের একাত্মতা প্রমান করে তারা সকল পরাজিত অপশক্তি আবারো জোট বেঁধে আগুন সন্ত্রাসের পাঁয়তারা করছে। তবে দেশবাসি তাদের আর আগুন নিয়ে খেলতে দেবেনা৷ আবারো তাদের প্রতিহত করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।”
এসময় অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রনেতা এনামুল হক মনি, নগর স্বেচ্ছা সেবক লীগ নেতা মনির উদ্দিন মনি, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।