শনিবার ২৮ জুন ২০২৫ ১৪ আষাঢ় ১৪৩২
শনিবার ২৮ জুন ২০২৫
ডিমলায় কাঁচা বাজারের শুভ উদ্বোধন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:৪৫ PM
নীলফামারীর ডিমলা উপজেলা শহর নন মিউনিসিপ্যাল মাষ্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UTMIDP) এর আওতায় ডিমলা কাঁচা বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর বাস্তবায়নে পরিষদ মাঠে ডিমলা সদর ইউ.পি চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ সরকারের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।  
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আনেয়ারুল হক সরকার মিন্টুু, ইউএনও মো: নূর-ই-আলম সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য- মো: ফেরদৌস পারভেজ, জেলা নির্বাহী প্রকৌশলী মো: ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশলী মো: শফিউল আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি ডিমলা উপজেলা শাখার সাধারন সম্পাদক আলী আহম্মেদ মর্তুজা লেলিন সহ ইউ.পি সদস্য/সদস্যা, ব্যবসায়ী ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার বিগত যে কোন সময়ের চেয়ে বেশী উন্নয়ন করেছে।  এই উন্নয়নের পিছনে ব্যবসায়ীদের একটা বড় ভুমিকা আছে। তাই তাদের নিরাপত্তার প্রয়োজনে সব সময় পাশে থাকব। নির্ভয়ে ব্যবসা করবেন। এই ব্যাপারে কোন অসাধু চক্র বাধাগ্রস্ত করতে পারবে না।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত