রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, ময়মনসিংহে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১২:৪৫ PM
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৪০ জন।

সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি বলেন, ‘ঢাকা ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ শহরের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপকে ধাক্কা দেয় এবং বাসটি বিলবোর্ডের পিলারে গিয়ে পড়ে। এতে বিলবোর্ডটি পড়ে ভেঙে যায়। বাসের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। ঘটনাস্থলে তিনজন ও একজন হাসপাতালে আনার পর মারা গেছে। দুর্ঘটনার কারণে এই সড়কে এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত