মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা আজ
ন্যূনতম মজুরি ৫৬% বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ২:৩২ PM আপডেট: ০৭.১১.২০২৩ ৩:১৮ PM
মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন করছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। মজুরি বোর্ডের সভায় সিদ্ধান্ত অনেকটাই একমত হয়েছে মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ও নির্ধারিত মজুরী কতো হবে তা শ্রম প্রতিমন্ত্রী নিজেই ঘোষণা করবেন।

ন্যূনতম মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

মজুরি বোর্ডে পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে বোর্ডের এক সদস্য জানান, মজুরি ১২ হাজার থেকে ১৩ হাজারের মধ্যে নির্ধারণ করা হচ্ছে। সেখানেও নির্ধারণ করা মজুরি কোন পক্ষ না মানলে সেটা যাবে প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রী দুই পক্ষকে ডেকেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেবে। এর আগেও ২০১৮ সালে ন্যূনতম মজুরি নির্ধারণে কোন পক্ষই সমঝোতায় না এলে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছিলেন।

এর আগে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধির দেওয়া ২০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষের দেওয়া প্রস্তাবে গড়ে প্রায় অর্ধেক ফারাক। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। সহিংস আন্দোলন হয়ে উঠে, যাতে গাজীপুরের দুজন পোশাকশ্রমিক মারা যান।


বাবু/এসআর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত