বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পি‌রোজপু‌রে হাসপাতালের ছাদের প‌লেস্তরা ধসে ভাঙল রোগীর পা
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ২:১৯ PM
পিরোজপুর সদর হাসপাতালের ছাদের প‌লেস্তরা ধ‌সে এক বৃদ্ধ রোগীর পা ভেঙে গেছে। সোমবার রাত ৮টার দিকে ছা‌দের একটা বড় অংশ ভে‌ঙে পড়‌লে  আকবর আলী (৮০) না‌মের ওই রোগীর বাম পা ভে‌ঙে যায়। 

হৃদরোগে আক্রান্ত ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিনে চিকিৎসাধীন ছিলেন। আকব্বর আলীর সদর উপজেলার কদমতলা গ্রামের বা‌সিন্দা। ঘটনার পর আহত আকব্বর আলীকে হাসপাতালের নিচ তলার কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই ঘটনাস্থলে না যাওয়ায় এবং বিষয়টিকে কোনো গুরুত্ব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।

আহত আকব্বরের নাতী মো. মহসিন খান রুবেল বলেন, হার্টের সমস্যা নিয়ে তার দাদা গত রোববার দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ছাদের একটি বড় অংশ (প‌লেস্তরা) ধসে আমার দাদার খাটের ওপর পড়ে। এতে তার বাম পা ভেঙে যায়। এ ঘটনায় লোহার খাটটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই সেখানে তাদের খোঁজখবর নেয়‌নি। 

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকিল সরোয়ার জানান, সামান্য পলেস্তরা খসে পড়েছে। এতে আকবর আলী সামান্য আহত হয়েছে।গুরুতর কিছু না। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত