বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ভাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ শীর্ষক সংবাদ সম্মেলন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৩:০৬ PM
ফরিদপুরের ভাঙ্গায় ' দেশ ব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানি বেপরোয়া' - শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকেলে উপজেলার বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন হাইলাইট চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এতে প্রশাসনের কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, চিকিৎসক, সাংবাদিক,শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তামাকের ক্ষতিকারক দিক,অপব্যবহার, বেপরোয়াভাবে পাবলিক স্পট এবং চায়ের দোকান সহ বিভিন্ন দোকানগুলোতে অবাধে ধুমপান ও মাদক সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন হাইলাইট ফাউন্ডেশন ও হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

আগত বক্তারা ধুমপানের কুফল,সমাজে এর নেতিবাচক  দিক ও আইনের প্রয়োগ নিয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,সহকারী কমিশনার( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ, মনিরুজ্জামান মনির, সাইফুল্লাহ শামীম, শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

 উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, ধুমপান সমাজের ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এটি মাদকের প্রথম সোপান হিসেবে কাজ করে। মাদকের প্রথম হাতেখড়ি হয় তামাক সেবনের মাধ্যমে। এতে মূল্যবোধ ও নৈতিকতা বিনষ্ট করে। তামাক থেকে বিরত রাখতে আইনের পাশাপাশি সচেতন হতে হবে।  

সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, তরুনদের সচেতনতার পাশাপাশি অভিভাবক ও আইন প্রয়োগকারী সংস্থার এগিয়ে আসতে হবে।ওসি জিয়ারুল ইসলাম বলেন, আগে পারিবারিক শিক্ষা ও নৈতিকতা শিক্ষা জরুরি। তামাক তথা মাদক নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত