শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
পি‌রোজপু‌রে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৩:৫১ PM
পিরোজপুরের কাউখালীতে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শারীরিক অসুস্থ ব্যাক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

সোমবার রাতে কাউখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না। অসহায় এবং দলীয় নেতাকর্মীদের সুচিকিৎসায় ৯ জন‌কে ১৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠা‌নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার  পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, শাহ মোঃ কাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগ আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মর্কার, সদস্য সচিব নাসির তালুকদার প্রমুখ।

সুবিধাভোগীরা হলেন-  ফিরোজা বেগম, শাহানা মাসুদ, মরজিনা বেগম, শাহীনুর শহীদ, মহসিন তালুকদার, রুস্তুম আলী হাওলাদার, কাজী মাছুদ ইকবাল, নাছির খন্দকার রুবেল। 

সয়না রঘুনথপুর ইউনিয়ন আওমীলীগের সভাপতি রুস্তম আলী বলেন, প্রধানমন্ত্রী আমাকে চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা দিয়েছেন তাদিয়ে আমি উন্নত চিকৎসা করতে পারবো।

ইসাহাক আলী খান পান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বারবার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত