মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলসহ আশপাশের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি কারাখানায় অঘোষিত ছুটি চলছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো, জরুন এলাকার ইসলাম গার্মেন্ট ইউনিট-২, রিপন নীটওয়্যার, সিনটেক্স লিমিটেড, কাশিপুর নয়াপাড়া এলাকার মনটেক্স ফেব্রিক্স, কাইজার নীটওয়্যারস, কটন ক্লাব বিডি ও মন্ডল ফেব্রিক্স। গতকাল বুধবার বিকেল থেকে এসব কারখানার ফটকে বন্ধের নোটিশ টানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশে উল্লেখ করা হয়েছে, শ্রমিকেরা হাজিরা দিয়ে কাজ না করে বাইরে চলে যাচ্ছে। ভাঙচুর, মারামারি, ভয়ভীতি প্রদর্শনসহ অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ এবং কারখানা কর্তৃপক্ষ বারবার কাজে যোগদানের অনুরোধ করা সত্ত্বেও কাজে যোগদান করা থেকে বিরত থাকছে।
শ্রমিক কর্মচারীদের এমন কার্যকলাপ শ্রম আইন-২০০৬ অনুযায়ী অবৈধ ধর্মঘটের শামিল বলে নোটিশগুলোতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল।
বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে মন্ডল ফেব্রিক্সের মানবসম্পদ কর্মকর্তা শামীম আহমেদের সঙ্গে সকালে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকেরা নগরীর বাসন সড়ক, রওশন সড়ক, নাওজোর ও কোনাবাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে।