‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র আয়োজনে তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ নাট্য উৎসব-২০২৩’ । সেই লক্ষ্যে ৮ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ১২ নাম্বার কক্ষে বিকাল ৪টায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বাছাই পর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দশটি বিভাগ অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে পাঁচটি বিভাগ। তার মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচন করা হবে।
এই আয়োজন নিয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, 'স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’ স্লোগানকে ধারণ করে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র তৃতীয়বারের মতো আয়োজনে করছে 'আন্তঃবিভাগ নাট্য উৎসব-২০২৩’। আমরা ২০১৯ সালে প্রথম বারের মতো আন্তঃবিভাগ নাট্য উৎসব আয়োজন করি। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের পর ২০২৩'এ এই আয়োজন করছি। প্রতিবছর খুব জাঁকজমকপূর্ণ ভাবে নাট্য উৎসবটি আয়োজিত হয়। পরিকল্পনা অনুযায়ী প্রতিবারের ন্যায় এইবারেও সুনামধন্য ও প্রতিষ্ঠিত নাট্য নির্দেশক, নাট্যকার বা নাট্য কৌশলী দ্বারা এই প্রতিযোগিতার বিচার কার্য সম্পাদন করা হবে।'
তিনি আরও বলেন, 'এই নাট্য প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মঞ্চ ভীতি কাঁটিয়ে তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকাশ ঘটানো। তাছাড়া আমরা সকলেই জানি নাটক হলো সমাজের দর্পন হিসেবে কাজ করে। আমার বিশ্বাস নাট্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাজের অসঙ্গতি গুলো উঠে আসবে এবং নাটকের মাধ্যমে আমরা সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে সক্ষম হবো।