বরিশালের গৌরনদীতে ২ মন জাটকা ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে প্রায় ২ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।