বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শত শত নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছে পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হাওলাদার।
শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপজেলা ও ইউনিয়নে যুবলীগের নেতৃবৃন্দরা।
পরে সকাল ১০ টায় দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চত্বর থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার নলখোলা বন্দর এলাকায় দলটির দলীয় কার্যালয় গিয়ে মিছিলটি শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. নাসির উদ্দীন পালোয়ান,সাধারণ সম্পাদক এ্যাড. অরুপ কর্মকার, সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হাওলাদার প্রমূখ।
এর আগে মিছিলে যোগ দিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীর শুরু স্থলে উপস্থিত হন।