গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রলীগের আংশিক আহবায়ক কমিটি এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। সোমবার (১৩ ডিসেম্বের) সন্ধ্যায় গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত পত্রে ওই দুই ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একজন আহবায়ক, ৫ জন যুগ্ন আহবায়ক এবং ৭ জন আহবায়ক সদস্যসহ আগামী ৩ মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৩ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর ছাত্রলীগের আহবায়ক সাইদুল ইসলাম ভাঙ্গী, যুগ্ন আহবায়ক আজমল হোসেন শাকিল, মো: ওমর ফারুক, জুনায়েত হাসান রিফাত, মো: নাজমুল হক প্রিতম, শরিফুল সিফাত মোল্লা, সদস্য মো: শিপন খান, সৈয়দ রাজ কুমার মাসুম, আরমান অপু, রায়হান আহমেদ রনি, হৃদয় আহমদে, রাব্বি শেখ এবং সাজ্জাদ হোসেন।
অপরদিকে, একজন সভাপতি, ৪ জন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, ৪ জন যুগ্ন সাধারণ সম্পাদক, ৪ জন সাংগঠনিক সম্পাদক এবং দুইজন সদস্যসহ ১৬ সদস্য বিশিষ্ট শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
অপরদিকে, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন ইসমাইল হোসেন সুজন, সহ-সভাপতি রাকিন কাজি, মোস্তাক হোসেন রানা, পিয়াস মোল্লা,আদনান শেখ, সাধারণ সম্পাদক সাইফ হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক কাবিরুল ইসলাম সৈকত, মারিয়া ইসলাম, আলামিন শেখ, ফারদিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শান্ত, আল জাবের, মো: মোশারফ প্রধান, ফোয়াত হাসান, সদস্য সাব্বির আহমেদ এবং আবতাহী আল আকিব।
ওই দুই ইউনিটের আগের কমিটি বিলুপ্ত করে দেয় জেলা ছাত্রলীগ। মেয়াদোত্তীর্ণ এবং সাংগঠনিক কার্যক্রম না থাকায় কোনো সম্মেলন ছাড়াই কমিটিগুলো বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম বলেন, আগামী তিন মাসের জন্য শ্রীপুর পৌরসভা এবং আগামী এক বছরের জন্য শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছি। যোগ্য, সৎ, কর্মঠ, পরিশ্রমী ও মেধাবী ছাত্র নেতাদের দিয়েই ওই দুই ইউনিটের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা মাঠে কাজ করবে।