নড়াইলের লোহাগড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ আলামিন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) বিকালে তাকে গ্রেফতার কর হয়। সে লোহাগড়া থানার ধোপাদহ গ্রামের মৃত মমিন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া থানার ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ মৃত মফিজ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে ১০০ গজ দূরে নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করে। এ সময় আসামী আলামিন শেখ এর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।