মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বড়াইগ্রামে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানে আগুন, আহত ২
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১:৪৫ PM
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামের সীমান্তবর্তী আইড়মারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

বনপাড়া ফায়ার সার্ভিস ও গুরুদাসপুর থানা সূত্রে জানা গেছে, প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে নাটোরে আসছিল। কাভার্ড ভ্যানটি গুরুদাসপুর ও বড়াইগ্রামের সীমান্তবর্তী আইড়মারি এলাকায় পৌঁছালে ২০-২৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে কাভার্ড ভ্যানটি থামায়। পরে গাড়ির চালক সাজদার রহমান (৩৮) ও তাঁর সহকারী আশিক হোসেনকে (২৩) বেধড়ক মারধর করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। আগুনে কাভার্ড ভ্যানের ইঞ্জিন ও ক্যাবিন পুড়ে গেছে। তবে পেছনের অংশে ক্ষতি কম হয়েছে। আগুন লাগানোর কারণে সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয় এবং আহত চালক ও সহকারীকে চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। গুরুদাসপুর, বড়াইগ্রাম ও হাইওয়ে থানার পুলিশ গিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, ঘটনার পরপরই তাঁরা গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে ইঞ্জিনের অনেকাংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি। কীভাবে দিয়ে আগুন দিয়েছে তাও জানা যায়নি।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে নাশকতা করে পালিয়েছে। তাদের আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত