খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনষ্টবল নাসির হোসেন ও আহতরা হলেন- কনষ্টবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ অজ্ঞাত সিএনজির চালক।
পুলিশ ও ফায়ার সর্ভিস সুত্রে জানাযায়, আজ ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ গ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজি চালিত গাড়ি যোগে পাচজন পুলিশ সদস্য রওনা হন। এসময় পুখুরিয়া বাস ষ্ট্যান্ডে পৌছালে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও গুরত্বও আহত হয় চালকসহ আরও তিন পুলিশ সদস্য। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম সেখানে উদ্ধারকার্য চালায়। আহতদেরকে উদ্ধার কওে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
প্রতক্ষ্যদর্শী ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, গুড় গুড়ি বৃষ্টি হচ্ছে। মহাসড়ক জুড়েই পিছলা হয়ে গেছে। হটাৎ বিকট শব্দে পুখুরিয়া বাসষ্ট্যান্ডে দ্রæত গতির একটি সিএনজি উল্টে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মো খায়রুল আনাম জানান, ঘটনাস্থলেই দুইজন পৃুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরতর। ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে, এ বিষয়ে পরবির্ততে বিস্তারিত জানাবেন তিনি।