গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ (৭৪) আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-----রাজিউন)।
তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে।
তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খন্ড (উকিলপাড়া) গ্রামের মৃত সদর আলীর ছেলে। রাত ৮টার দিকে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও তৃতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জ্যেষ্ঠ ছেলে ইরফান উদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়ীয়ার বিজয় নগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ জানান, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ গাজীপুর জেলা আইনজীবী সমিতি, গাজীপুর জেলা যুবলীগ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। মৃত্যুও পূর্ব মূহুর্ত পর্যন্ত গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউট (পিপি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
এছাড়াও তিনি একাধারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শোক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি শুক্রবার (১৭ নভেম্বর) পৃথক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকটে হারিছ উদ্দিন আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ-এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এদিকে, অ্যাডভোকটে হারিছ উদ্দিন আহমেদ’র মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান উদ্দিন প্রধান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের উপাধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটর সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শাসমীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।