সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
খান ইউনিসে ইসরায়েলের বোমা হামলা: নিহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ২:১৭ PM

সতর্কতা জারির পরই দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী বোমা হামলা শুরু করেছে। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই শিশু। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক প্রতিবেদনে ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে শনিবার সকালে বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই শিশু। এ হামলায় আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি।

আল-জাজিরা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের আশেপাশের লক্ষ্যবস্তুতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

এর আগে, গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলা চালিয়েছিলো ইসরায়েলি সেনারা। শুক্রবার সকালে প্যালেস্টাইন টিভির খবরে বলা হয়, সেসব এলাকা থেকে ইন্দোনেশিয়ান হাসপাতালে ১২০টি মরদেহ জড়ো করা হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে দেশটির এক হাজার ২০০ মানুষ নিহত হয়। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত